এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

বেদ বাণী

#পবিত্র_বেদ_বাণী :
ওঁ ভূর্ভুব স্বঃ ,
তৎ সবিতুর্বরেণ্যমং ,
ভর্গো দেবস্য ধীমহি ।
ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ ।। ওঁ ।।
অর্থঃ যিনি ত্রিলোক স্রষ্টা সমগ বিশ্ব জগতের প্রসবিতা, সেই সচ্চিদানন্দ পরব্রহ্মের বরণীয় জ্যোতিকে আমরা ধ্যান করি তিনি আমাদের মন ও বুদ্ধিকে শুভ কার্য, প্রেরণা দান করুন ।
ওঁ সংগচ্ছধ্বং সং বদধ্বং সং বো মনাংসি জানতাম্ ।
দেবা ভাগং যথা পূর্বে সঞ্জানানা উপাসতে ।। [ ঋগ্বেদ-১০/১৯১/২ ]
হে মনুষ্য , তোমরা সকলে একসঙ্গে চল , এক সঙ্গে মিলিয়া আলোচনা কর, তোমদের মন –উত্তম সংস্কারযুক্ত হউক । পূর্বকালীন জ্ঞানী পুরুষেরা যেরুপ সম্মিলিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করিয়াছেন তোমরাও সেরুপ কর ।
ওঁ সমানো মন্ত্রঃ সমিতিঃ সমানী সমানং মনঃ সহ চিত্তমেষাম ।
সমানং মন্ত্রমভিমন্ত্রয়ে বঃ সমানেন বো হবিষা জুহোমি ।। [ ঋগ্বেদ-১০/১৯১/৩ ]
তোমাদের সকলের মত এক হউক, মিলনভূমি এক হউক , মন এক হউক, সকলের চিত্ত সম্মিলিত হউক,তোমাদের সকলকে একই মন্ত্রে সংযুক্ত করিতেছি , তোমাদের সকলেল জন্য অন্ন ও উপভোগ একই প্রকারের প্রদান করিতেছি ।
ওঁ সমানী ব আকৃতিঃ সমানা হৃদয়ানি বঃ ।
সমানমস্তু বো মনো যথা বঃ সুসহাসতি ।। [ ঋগ্বেদ-১০/১৯১/৪ ]
তোমাদের সকলের লক্ষ্য সমান হউক । তোমাদের সকলের হৃদয় সমান হউক । তোমাদের সকলের মন এক হউক , তোমাদের সকলের সুন্দর ঐক্য যাহাতে হয় সেইরূপ হউক । এইভাবে তোমাদের সকলের শক্তি বৃদ্ধি প্রাপ্ত হউক ।
copy: Niranjun Kumer Niranjun Kumer