এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

আবেস্তা কি বেদ কপি

 

#আবেস্তা_কি_বেদ_কপি_না_সনাতনধর্মের_ইতিহাস?

 এখানে আবেস্তা বা জোরোস্টানজম যে সনাতন ধর্মের ই অংশ ছিল তা প্রমান করা হয়েছে।

প্রথমেই ক্ষমা চেয়ে নেই অতিরিক্ত সময় নেওয়ার জন্য। আসলে এই পোস্ট টা অনেক কঠিক ছিল ; কারন এই সম্পর্কে ধারনা বাহিরে ইতিহাস লুকায়িত। ঘাটাঘাটি করে মুল বিষয় টা বুঝতে সময় লাগছে। আর কিছু হলেও আমার আলসেমি 😛। যাই হোক এখন মুল কথায় আসি।

☞ সনাতন ধর্ম সবচেয়ে পুরনো ধর্ম বলে সনাতনি রা দাবী করে। এর জন্য কিছু দাবী ও রাখে তারা, যেমন তাদের ইতিহাস। 
,,, বর্তমানে কিছু মানুষ একটা দাবী তুলছেন যে " আবেস্তা” নামক গ্রন্থ থেকে ( ঋগ্বেদ) এসেছে। তার জন্য তারা আবেস্তা গ্রন্থ সাথে ঋগ্বেদ এর কিছু শব্দের মিল দেখায়।

★ সর্ব প্রথম আমরা জেনে নেই আবেস্তা কি?

☞ আবেস্তা হল একপ্রাচীন ধর্ম গ্রন্থ। সেই ধর্মের নাম "জোরোস্ট্রাইনিজাম” (zoroastrainusm)। 
আবেস্তা গ্রন্থ পুরো নাম ”জেন্ডা আবেস্তা ” ( zenda avesta) বলে থাকে থাকে। এটা মুলত একটি পার্সি ধর্ম। এর প্রধান উৎপক্তি স্থল উত্তর ইরান।

 " জেরোস্ট্রাইনিজাম " এর প্রধান হলেন 
Zoroaster " জোরোস্ট্রার। বিশেষজ্ঞ রা মনে করেন তার জন্ম ২০০০ BC থেকে ১৫০০ বিসি বলা হয়। তিনি মুলত অই এলাকায় ধর্মিয় পরিবর্তন এ সাহায্য করেন। এবং নিরাকার ঈশ্বর পুজ করেন। যাকে তিনি আহুরা মাজদা বলেন।

⁂★ জেরোস্ট্রাইনিজাম মুলত " Duelism” বা দুটি বিপরীত তত্ত্বের উপর ভিত্তি করে থাকে। তারা মুলত পজিটিভ এবং নেগেটিভ শক্তি তে বিশ্বাস করে থাকে।
,,, তারা বিশ্বাস করে পৃথিবীতে যেমন ভাল শক্তি আছে ঠিক তেমনে আসুরিক শক্তি ও আছে। যারা আমাদেরকে বিপথে নেওয়ার চেষ্টা করে।

 এখানে জোরোস্ট্রাইনরা একজন কে আসুরিক,, আর আরেক জনকে শুভ শক্তি বলে থাকে। তাদের নাম হলঃ

☞ আসুরিক : #Angra_mainyu 
☞শুভ শক্তি : #AhuraMazda

 #Angra_Mainyu : Angra Mainyu হলেন জোরোস্ট্রাইনদেরবিশ্বাসকারী সেই অশুভ শক্তি। যিনি তাদের কে তাদের ইশ্বর এবং শুভ শক্তি থেকে সরিয়ে অশুভ শক্তি দিকে নিয়ে যাচ্চে। Angra mainyu মুলত একজন বহুঈশ্বর বাদী ব্যাক্তি, যিনি একজন মুলত দেবতা দের বিভিন্ন মুর্তি বানিয়ে পুজ করেন এবং তাদের কে পুজ করতে বলেন। জোরোস্টার Angra mainyu কে একজন অশুভ শক্তি বলেছেন। যে ইশ্বর এর শত্রু তথা মুর্তি পুজারী বলা যায়।

 #Ahura_mazda : আবেস্তা তে Ahura mazda হলেন সেই পরম ব্রম্ম। জোরোস্ট্রাইমদের পিতা/নবী Zoroaster আহুরা মাজদা কেই সর্ব শক্তি শালি বলে থাকে। আবেস্তা তে অনেক বার আহুরা মাজদা নিয়ে কথা আছে। এবং এখানে তাকে ইশ্বর রুপে বা যজ্ঞ দেবতা মত সম্মান দেওয়া হয়। তিনি জারোস্টাইন্দের সব চেয়ে প্রিয় ব্যাক্তি ও বটে।

,,,, তাছাড়া কিছু ব্যাক্তি মনে করেন, আহুরা মাজদা বৈদিক বরুন। যেমন: (Kuiper. IIJ I, 1957; Zimmer. Münchner Studien 1984:187–215) মনে করেন আহুরা মাজদা বৈদিক বরুনা মিত্র থেকে এসেছে। 
আবার William W Malandra মনে করেন এটা ইন্দো ইরানিয়ান দের ধর্মের উপাস্যের নাম যার অর্থ জ্ঞ্যানি প্রভু।
,,, এখানে Mazda বলতে কোন জ্ঞ্যানি বিষয় বোঝায়। ঠিক এই বৈদিক সংস্কৃত ভাষায় এটা medha ( মেধা) বোঝায় যা অর্থ জ্ঞ্যানি। Ahura শব্দের এক অর্থ হল Ashura বা মহৎ বা সর্বশ্রেষ্ঠা বোঝায়। এখানে " Ahura mazda " বলতে সর্বশ্রেষ্ঠ জ্ঞ্যানি বোঝায়। যা সংস্কৃত ভাষার সাথে একত্য প্রকাশ ও করে বটে।

 বেদ ও আবেস্তা তে এত ভাষাগত মিল কেন ?

☞ আবেস্তা সাথে ঋগ্বেদ এর শব্দগত মিল সমুহ।

https://parsikhabar.net/culture/ancient-persian-influence-on-hinduism/750/?_gl=1*g6hhyw*_ga*YW1wLS0wUmxLVDlORFBjdmZtRDZDeGF2c3c.#disqus_thread

#উত্তর: এর প্রধান কারন হল " Linguistic language ”। যে সব ভাষা সাথে আরো প্রাচীন অন্যান্য ভাষার এবং বর্তমানের ভাষার সাথে মিল থাকে, তাকে linguistic language বলে। আর সংস্কৃত হল অই ধরনের ই একটা ভাষা। কোন একটি শব্দের মিল সাথে অন্যান্য শব্দের উচ্চারন গত মিল থাকলে, তাকে বিজ্ঞানিরা এক গুত্রের ভাষা বলে। 
,,,সংস্কৃত এর লিংগুইস্টিক এর অনেক বই সহ প্রমান।

https://libguides.anu.edu.au/c.php?g=918497&p=6621763

এই কারনের জন্য আপনারা আবেস্তা সাথে অনেক মিল দেখতে পারেন শব্দগত ( সামনে আমরা এ নিয়ে বিস্তারিত একটা একটা করে জানব)। 
,,, এখানে সংস্কৃত এর সাথে জোরোস্ট্রাইন্দের জায়গার অন্যতম ভাষা পার্সিয়া ভাষার মিল গুলা আলোচনা মাধ্যমে বলা হয়েছে।

পারস্য ভাষা এবং সংস্কৃত ভাষার মিল

https://youtu.be/1Q_WGmt-fZw

রাশিয়ান ভাষার সাথেও মিল আছে
★রাশিয়া এবং সংস্কৃত ভাষার মিল

https://youtu.be/-b-OjaPV4m8

☞ এই পৃথিবী তে অনেক ভাষার সাথে অনেক ভাষার মিল পাওয়া যায়, একে মুলত লিংগাস্টিক ভাষার শ্রেণিগত রাখা হয়ে থাকে। সংস্কৃত বিশ্বের অন্যতম বৃহৎ লিংগাস্টিক ভাষার মধ্যে পড়ে।
❐ আর আমরা এও জানি যে বর্তমান ইরাক ইরান ( আগে কার পারস্য) প্রাচীন ভারতের এর প্রতিবেশি দের মধ্যে পড়ত।

 জোরোস্ট্রাইন্দের ধর্মগ্রন্থ " আবেস্তা” তে আসলে কি আছে তা দেখার জন্য আমাদের আবেস্তা গ্রন্থ টা পড়া ও দরকার, তার জন্য এখানে আবেস্তা এর পিডিএফ দেওয়া হল, দেখে নিবেন।

https://drive.google.com/file/d/14K_7TDtZsQJT1ozvoTKnqdshyq0MLWYN/view?usp=drivesdk

☞ আপনি এখানে দেখে নিতে পারেন আবেস্তা তে কি আছে বা ঋগ্বেদ কি আবেস্তা এর কপি না কি। এখানে আপনি জোরোস্ট্রাইনদের সম্পর্কে প্রায় সব জানতে পারবেন। 
,,,, আবেস্তা তে মুলত ২ টি ভাগ আছে।

১: gathas বা প্রি হিস্টরিক আবেস্তা। 
২: বর্তমান আবেস্তা।

 আবেস্তা তে Devas কারা ?

#উত্তর: আবেস্তা তে Angra mainyu এর বর্নিত মুর্তি কে Deaves বলা হইছে। Angra mainyu প্রাচীন পারস্যে কিছু মুরতি কে পুজ করাতেন, তার মত অনুসারে অই এলাকার মানুষ ও এই সব মুর্তি কে পুজ করত। জোরোস্ট্রার আসার পর তিনি এসব মুর্তি বাদ দিয়ে নিরাকার ব্রম্মের পুজ শুরু করেন। যাকে আহুরা মাজদা বলে।

 আমরা এখন আবেস্তা তে গাথা / gathas নিয়ে আলোচনা করব।

☞ Gathas বা গাথা মুলত মুল ভাষার আবেস্তা মন্ত্র বলা হয়। যাকে অনেকে avestain আবেস্তাইন ভাষা বলে থাকে। এটাকে তারা জেন্ডা আবেস্তা এর মুল ভাষা বলে। অই " Gathas ” এ মুলত hymns হিম এর কাজে লাগে। এখানে অই গাথা গুল গানের সুরের মত ব্যাবহার করে 
” Yasna " তে ব্যাবহার করে। অইখানে যজ্ঞ মত করে অই গাথা গুল পাঠ করা হত। যাতে তাদের কামনা পুর্ন হয়। অই খানে gathas গুলা hymn (হিম) করে Yajna (যজ্ঞ) তে দেওয়া হত 😀। না ভাই, এগুল আবেস্তা এর ই ধর্মিয় রীতি। সামনে এর প্রত্যেক টা নিয়ে আলোচনা হবে।

 hymn ( হিম) কাকে বলে?

☞ এক কথায় বলতে গেলে " hymns” (হিম) গুল আবেস্তা এর গুরুত্বপূর্ণ মন্ত্র সমুহ। বিশেষত ১৭ টি মন্ত্র আছে বা hymns আছে আবেস্তা তে। 
∇ নিম্নে তা দেওয়া হল।

★28–34 Ahunavaiti Gatha (cf. Ahuna Vairya), 100 stanzas, (3 verses, 7+9 syllable meter)

★43–46 Ushtavaiti Gatha 'Having Happiness', 66 stanzas (5 verses, 4+7 syllable meter)

★47–50 Spenta Mainyu Gatha 'Bounteous Spirit', 41 stanzas (4 verses, 4+7 syllable meter)

★51 Vohu Khshathra Gatha 'Good Dominion', 22 stanzas (3 verses, 7+7 syllable meter)

★53 Vahishto Ishti Gatha 'Best Beloved', 9 stanzas (4 verses, two of 7+5 and two of 7+7+5 syllables)

★54 Airyaman ishya Gatha 'The invocation of the divinity Airyaman'

এই মন্ত্র গুল মুলত জোরোস্ট্রান্দের যজ্ঞে ( yazna) তে ব্যাবহার করা হয়। বর্তমানে আবেস্তান ভাষা তাদের প্রাইস্ট ( পুরোহিত) ছাড়া তেমন কেউ জানে না তাই এগুল বর্তমানে বিলুপ্ত এর মধ্যে পড়ে।

 আবেস্তা তে Yazna কি বোঝায় ?

☞ জোরোস্ট্রাইনদের প্রধান গ্রন্থে " Yazna ” এর উল্লেখ আছে। এখানে Yazna বলতে সমর্পন করা বোঝায়। বিশেষত অগ্নি মাধ্যমে সমর্পন যজ্ঞ করা হয়। কিন্তু কিছু ক্ষেত্রে পানি কেও ব্যাবহার করে থাকে।
☞ অগ্নি বায়ু জল সুর্য চন্দ্র এগুল বৈদিক দেবতা। এদের কে মাধ্যম হিসেবে ব্যাবহার হয়ে থাকে।

★ জেন্ডা আবেস্তা এর yasna তে ১৭/১১ এ পাচ প্রকার অগ্নি যজ্ঞ কথা উল্লেখ আছে। 
#উল্লেখ: সনাতন বৈদিক ধর্মে বেদে ও পাচ প্রকার যজ্ঞের কথা উল্লেখ করেছে।

❐ ব্রম্মযজ্ঞ্য: ঋগ্বেদ: ১/৬/১। 
❐দেবযজ্ঞ্য: যজুর্বেদ :৩/১। 
❐ পিতৃযজ্ঞ: যজুর্বেদ : ২/৩৪।
❐ অতিথি যজ্ঞ: অথর্ববেদ : ৯/৬৩ /১-৮ 
❐ ভৃতযজ্ঞ : ২/১৩/৪

★ কিন্তু মুলত জোরোস্ট্রাইনরা অগ্নি যজ্ঞের ৩ টি প্রকার করেছে। 
 যা হল : ১ : Atash brahram. 
২ : Adaran. 
৩: Dadgha.

 Atash brahram যজ্ঞ কি ?

#ঊত্তর: মুলত Atash brahram বলতে শবদাহ করা বোঝাইছে। মৃতদেহ কে পর্যাপ্ত কাঠ ইত্যাদি দিয়ে পরিপুর্ন পবিত্র টার সহিত দাহ করা কেই Atash brahram বুঝাইছে। এখানে মৃত দাহ করার সাথে কিছু ছোট যজ্ঞ করার কথাও আছে। যা মুলত কয়েক দিন যাবত চলার বিধান দেওয়া হইছে। 
☞ এখানে মৃত দেহ থেকে ছোট যজ্ঞ ( Avestan fire altar) ইত্যাদি কোন বিজ্ঞ প্রাইস্ট বা পুরহিত কে করতে বলা হয়েছে। 
আর এর কাজে জোরোস্ট্রাইন ছাড়া ব্যাক্তি দের ও থাকার অনুমিত আছে, এবং তাদের দাহ করার ও অনুমিত আছে। 
,,,যা সনাতন বেদের প্রতিফলন ঘটায়।

 Atash adaran কাকে বলে ?

#উত্তর: এটি মুলত দ্বিতীয় স্তর এর যজ্ঞ। এখানে সামাজিক যজ্ঞ যাতে সমাজের ৪ স্তরের মানুষ থাকে ( উল্লেখ সনাতন ধর্মে ৪ টি স্তর) যেমন পুরহিত বা প্রাইস্ট, সৈনিক বা যোদ্ধ্যা, কৃষক এবং শিল্পি আছে ( প্রাচীন কালে শিল্পের খুবি দরকারি এক উপাদান ছিল)। 
,,, এই যজ্ঞে, hymns গুলা ৩ বার করে ৩ দিন সবার জন্য করা হবে,,, এবং মুল যজ্ঞ বেদি টা কোন উচু স্থানে থাকতে হবে। অগ্নি তে সমর্পন জন্য শস্যাদি ব্যাবহার কথা আবেস্তা তে বর্নিত রয়েছে। 
☞ অই যজ্ঞ বেদি টা মহিষ এর মুত্র দ্বারা শুদ্ধ করতে হবে। ( আমরা সনাতনি রা পঞ্চগব্য - দধি, দুগ্ধ, ঘৃত, গোমূত্র, গোময়।) দিয়ে শুদ্ধ করে।

 Atash Dadgah কি এবং কেমন ?

#উত্তর: Atash dadgah হল জোরোস্ট্রানদের সর্বনিম্ন স্তুরের যজ্ঞ, যা মুলত কোন নির্দিষ্ট ব্যাক্তি করার কথা বলেছে। তারা মহিষের মুত্র কে দিয়ে যজ্ঞ বেদি শুদ্ধ্য করতে বলেছে। 
,,, এখানে মুলত খুব সল্প সময় তা স্তরের জন্য ব্যাবহার করা হয়। এতে জিনিষ এর প্রয়জনিতা এর ও কম পড়ে। যাতে সব ধরনের শ্রেণী মানুষ ঘড় বাড়িতে ও করতে পারে তার সুবিধা আছে।

প্রাচীন জোরোসট্রানের অগ্নি পুজ বা যজ্ঞ করার অনেক আর্কিওলজিক প্রমান পাওয়া গেছে, এখানে তার কিছু প্রমান সমুহু ( যজ্ঞ বেদি) এর চিত্র দেওয়া হল।

https://drive.google.com/file/d/10HlWjLs9E-r1OkidlsjthQoIKnAjyGMr/view?usp=drivesdk

উল্লেখ: এখানে প্রাচীন এবং বর্তমান এর অগ্নি বেদি/ যজ্ঞ বেদি এর চিত্র দেওয়া আছে। মুলত বর্তমান অগ্নি বেদি আগের কালের বেদির সাথে তেমন মিল নেই। এর মুল কারন বর্তমান পরিস্থিতি। যার কারনে সম্পদের সিমাবদ্ধ এর এক প্রভাব ফেলে।

 জেন্ডা আবেস্তা তে ইন্দ্র, সুর্য

https://drive.google.com/file/d/10STN_EIFUNS-D5uXVjkVY8B4hw6nBUtr/view?usp=drivesdk

 জোরোস্ট্রাইনে বরুন।

☞ জোরোস্ট্রাইন ধর্মের অন্যতম ব্যাক্তি Athur lenormant এর বক্তব্য তে বরুন উল্লেখ। এবং তিনি আহুরা মাজদা কে বরুনা উল্লেখ করেছেন।

★Ahura Mazda has created asha, purity, or rather the cosmic order; he has crested the moral and the material world constitution; he has made the universe; he has made the law; he is, in a word, creator (datar), sovereign (ahura), omniscient (mazdao), the god of order (ashavan). He corresponds exactly to Varuna, the highest god of Vedism."[197] - Arthur Lenormant

☞ বেদে বরুন সম্পর্কে কিছু তথ্য।

Many a year I have lived with them; I shall now accept Indra and abjure the Father Varuna, along with his fire and his soma (haoma) has retreated. The old regime has changed. I shall accept the new order.

—Rig Veda 10.12.4

 আবেস্তা এবং পারস্যে রাম।

☞ প্রাচীন পারস্যে রামের উল্লেখ পাওয়া যায়। সাম্প্রদায়িক কালে ইরানে এক পাহাড়ে পুরুষ শ্রেষ্ঠ রাম জি এর চিত্র পাওয়া যায় যা আনুমানিক ৪০০০ বছর আগের। এখন আমরা আবেস্তা তে রামের উল্লেখ দেখব।

★ Zoroastrianism and Hinduism We sacrifice unto Mithra, the lord of wide pastures; we sacrifice unto Rama Hvastra.
We sacrifice unto Asha-Vahiśta and unto Atar, the son of Ahura Mazda.

—Khorda Avesta 2.7

আরো প্রমান :

https://mobile.twitter.com/davidfrawleyved/status/1181732925450014720

https://indictales.com/2018/07/12/rama-worship-in-2nd-millenium-bce-zoroastrian-literature/

☞ এখন ইরানে পাওয়া ভগবান রামের চিত্র দেখব। যা বলা হয় ৪০০০ তথা জেন্ডা আবেস্তা এর শুরু কালের।

1 : https://detechter.com/6000-year-old-ram-hanuman-carvings-silemania-iraq/

2: https://youtu.be/m0sOZ2Vkt1A

3: https://m.timesofindia.com/city/lucknow/ram-footprints-on-iraqs-cliff-indian-embassy-tracks-mural/articleshow/69950327.cms

উপসংহার : এমন অনেক কিছুই আছে যা স্পষ্ট জেন্ডা আবেস্তা আর বেদ কে যমজ ভাই হিসেবে প্রমান করতে পারে। কিন্তু সনাতন বৈদিক ধর্ম সাথে অনেক মিল থাকা সত্যেও আমরা এটা বলতে পারব না জোরোস্ট্রানরা ১০০% বৈদিক ছিল। এর কারন তাদের ইশ্বর আহুরা মাজদা এর চিত্র বা আকার দেওয়ার চেষ্টা। কিন্তু এটা বলতে পারি যে অবশ্যই জোরোস্ট্রাইনরা প্রাচীন বৈদিক সমাজের সাথে সম্পর্ক যুক্ত ছিল। এবং হতে পারে তারা সনাতনের ই কোন অংশ ছিল। 
,,, কিন্তু কোন মতেই বেদ আবেস্তা এর থেকে কপি হতে পারে না। কারন বেদ এর থেকে অনেক পুড়নো, আর অনেক বিশালতা ও বটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন