এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

রাধা চরিত্রের আবির্ভাব

কে এই রাধা। এই চরিত্রটি সর্বপ্রথম ব্রহ্মবৈবর্ত পুরানে দেখা যায়। শ্রীমদ্ভগবতে যা কৃষ্ণর বৃন্দাবনে সময়কাল নির্দেশ করে সেখানে রাধা বলে কেউ নেই।
ব্রহ্মবৈবর্ত পুরানে কৃষ্ণের চরিত্রকে
কলঙ্কিত করেছে।
রাধা চরিত্র ছাড়া কৃষ্ণের কোনো মূল্য নেই।
রাধা কে? কৃষ্ণের বৃৃৃন্দাবন ত্যাগের পর রাধার কি হয়েছিল?
বৈষ্ণব কবিদের মতে যা জানা গেছে
১. রাধা কৃষ্ণের মামী।
২.রাধা কৃষ্ণের চেয়ে ১২ বছরের বড়।
অর্থাত কৃষ্ণের জন্মের ১২ বছর আগে রাধার আবির্ভাব ঘটেছে এখন কোন যুগে   ত্রেতা নাকি দ্বাপর বৈষ্ণবরা ও জানেন না।
কৃষ্ণের একটাই মামা  কংস ত রাধা
কি করে কৃৃৃৃষ্ণের মামী হয়?
কৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করেন তখন তার বয়স ছিল ১১ বছর সেই হিসেবে রাধার বয়স ১১+১২=২৩  বছর অর্থাত রাধা তখন যুবতি।  অর্থাত এভাবে বললে রাধার সাথে কৃষ্ণের কখন  প্রেম হয়
যেহেতু কৃৃৃৃষ্ণের বয়স তখন অল্প। একজন   শিশুর মনে এসব প্রেম বা যৌনতার চিন্তা আসতে পারে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন